খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলার পদযাত্রায় হামলা
- আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানী ঢাকায় আজ পদযাত্রা করবেন দলের নেতা-কর্মীরা।
বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ, সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে। এর আগে, সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে গতকাল রাজধানী ও মহানগরে গণমিছিল করে বিএনপি।
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা করেছে বিএনপি। এসময় নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ১৩ জন আহত এবং নেত্রকোনায় পদযাত্রার সময় সিএনজি স্টেশনে ককটেল বিস্ফোরণ ও অটোরিক্সা ভাংচুরের অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নাটোরে বিএনপি’র পদযাত্রা কর্মসূচী কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। কর্মসূচী কেন্দ্র করে সকাল থেকেই শহরের জেলা বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ কর্মীরা। শহরের বিভিন্ন পয়েন্টেও তাদের অবস্থান করতে দেখা যায়। কর্মসূচীতে যোগ দিতে আসা বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগ কর্মীরা মারধর করে বলে অভিযোগ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু।
নেত্রকোনায় জেলা বিএনপির পদযাত্রার সময় শহরের বনোয়াপারা সিএনজি স্টেশনে ককটেল বিস্ফোরণ ও অটোরিক্সা ভাংচুরের অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঝালকাঠিতেও পদযাত্রা করেছে জেলা বিএনপি। সকালে শহরের আমতলা সড়ক থেকে বের হওয়া পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাৎ হোসেন। এতে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।