রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন- ফিরোজার সামনের সড়কের দু’পাশে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। গতরাতে এ তল্লাশিচৌকি বসানো হয়। সেই সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হঠাৎ কেন এই তল্লাশিচৌকি, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তল্লাশিচৌকিতে থাকা পুলিশ সদস্যরা কিছু বলতে রাজি হননি। এর প্রতিবাদে দুপুরে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। ওদিকে রাজধানীর বনানী, গুলশান, তেজগাঁও ও মতিঝিলের একাধিক এলাকায় পুলিশ ‘ব্লক রেইড’ শুরু করেছে। এর মধ্যে বনানীর কাকলী এলাকার কয়েকটি আবাসিক হোটেলে তল্লাশি চালানো হয়। এ ব্যাপারে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ সাংবাদিকদের বলেন, এসব এলাকায় জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন, এমন সন্দেহে পুলিশের ‘ব্লক রেইড’ চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।