খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
সরকার পতনের একদফা দাবিতে সমাবেশের পাশাপাশি আজ সারাদেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। খালেদা জিয়া উন্নত চিকিৎসারও দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বক্তারা বলেন, দলের চেয়ারপার্সন ও সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু চিকিৎসার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
বরিশালে দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন নগরীর অশ্বিনী কুমার হলের সামনে। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ তাকে বিদেশে উন্নত চিকিৎসার দাবী জানান।
ঠাকুরগাঁওয়ের সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাদণ্ড দিয়ে অন্তরীণ করে রাখা হয়েছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সমাবেশে বক্তারা আরো বলেন, বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করছে বর্তমান অনির্বাচিত স্বৈরাচারী সরকার।
ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। বক্তারা, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে বিভোক্ষ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার অন্যায় বন্দিত্ব থেকে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে নোয়াখালী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ করে।