খালেদা জিয়ার জীবন রক্ষায় দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ : মেডিকেল বোর্ড
- আপডেট সময় : ০৭:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন এখন চরম ঝুঁকিতে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, খালেদা জিয়ার যে অবস্থা, তাতে করে তাঁকে বাসায় নেয়া যাবে না। দেশের চিকিৎসকেরা তাদের সাধ্য অনুযায়ী যা করার করেছেন। দেশে আর করার কিছুই নেই। এখনই তাঁকে বিদেশে নিতে হবে। এতে তার জীবন রক্ষা হতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
দেশে কোনো ভাবেই তার আর চিকিৎসা সম্ভব নয় বলে জানায় মেডিকেল বোর্ড।
লিভার সিরোসিসসহ শারীরিক নানা সমস্যা উত্তরণে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এখনই দেশের বাইরে পাঠানোর আহ্বান জানিয়েছেন
ডা. এফ এম সিদ্দিকী।
বর্তমানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ঝুঁকি অনেক বেশি বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।