খালেদা জিয়াকে হারিয়ে শোকের সাগরে ভাসছে বগুড়া
- আপডেট সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়াকে হারিয়ে শোকের সাগরে ভাসছে বগুড়া। যেন এই জনপদের বাতাসও এখন ভারী। অশ্রুসিক্ত বগুড়ার আপামর জনতা। দলীয় কার্যালয়, রাস্তা, বাড়ির উঠান সবখানেই কান্না আর দীর্ঘশ্বাস। বগুড়ার পুত্রবধূ আর দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে হারিয়ে কাঁদছেন ভক্ত- সমর্থকরা। শ্রদ্ধা জানাতে শোক কর্মসূচিতেও যোগ দিচ্ছেন বহু মানুষ।
তীব্র শীত আর কুয়াশা ভেদ করে হঠাৎই পাল্টে গেছে চিরচেনা পরিবেশ। নেতাকর্মী আর সমর্থকদের কান্না যেন থামছেই না। এ কান্না শুধু রাজনৈতিক নেত্রী হারানোর নয়,এ কান্না একজন আপন মানুষকে হারানোর। কারও চোখে জল, কারও কণ্ঠে থেমে থেমে বেরিয়ে আসছে বুকচাপা কষ্টের শব্দ। তাদের সবার এক কথা, তিনি ছিলেন মায়ের মতো। চোখের পানি বলছে, বেগম খালেদা জিয়া ছিলেন আপনের চেয়েও আপন। আর বগুড়ার মানুষের ভালোবাসা তার প্রতি বরাবরই যেন একটু বেশিই।
চলছে শোক কর্মসূচি। কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ— আর এলাকায় এলাকায় পবিত্র কোরআন খতম। দোয়ার হাত তুলে মানুষ চাইছেন— প্রিয় নেত্রীর জন্য জান্নাতুল ফেরদৌস। যেন এই দোয়ায় তারা একটু হালকা করতে চাইছেন বুকের ভার। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার বাগবাড়ি বাড়িতেও চলছে কোরআন খতম।
বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে জেলায় কেন্দ্রীয় কর্মসূচি পালিত হচ্ছে কান্না জড়িত কন্ঠে জানালেন বগুড়া জেলা বিএনপির সভাপতি।
চিরবিদায় বেগম খালেদা জিয়া। একটি অধ্যায়ের সমাপ্তি হলেও— ভালোবাসা, স্মৃতি আর আপসহীন সংগ্রামে— বগুড়ার মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন তিনি।



















