খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট থেকে সিসিইউ সুবিধা-সম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। এরপর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে, রোববার বিকেলে ক্যাথল্যাবে তার হার্টে পেসমেকার বসানো হয়। গত শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালটির সিসিইউতে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। পরদিন শনিবার সকালে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।