খাবার জোগাড় করতে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে গাইবান্ধার চরবাসীদের

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
রোজায় ইফতারের আয়োজনে কখনো থাকে মুখরোচক,কখনো পুষ্টিকর খাবার। রাস্তার মোড়ে-মোড়ে চলে ইফতার বিক্রির ব্যস্ততা। তবে এসব যেন স্বপ্ন গাইবান্ধার নিম্ন আয়ের চরবাসীদের জন্য। দুবেলা ঠিকমতো খাবার জোগাড় করতে প্রতিনিয়ত লড়াই করতে হয় তাদের।
কয়েক দফায় নদীভাঙ্গনের পর ভিটেমাটি হারিয়ে বাঁধের উপরে আশ্রয় হয়েছে নুর বানুর।সাত সদস্যদের সংসারে উপার্জনকারী স্বামীও অসুস্থ। রমজানে নিম্ন আয়ের এ সংসারে ইফতারের আয়োজন পান্না আর পেয়াজ।
শুধু নুর রানুর পরিবারেই না ফুলছড়ি উপজেলার বালাসিঘাটের জেলে পল্লীর চিত্র এটি। বেশীর ভাগ মানুষ এখন কর্মহীন। খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবার নিয়ে। অসহায় অবস্থা তাদের।
এদিকে, দরিদ্রপীড়িত পরিবারগুলোতে সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক।
জেলায় তিনটি উপজেলা ১২০ চর-দীপচর রয়েছে যেখানে পাঁচ লাখ মানুষের বসবাস তাদের আয়ের উৎস দিনমজুর ও জেলে সম্প্রদায়।