মহামারি করোনা ভাইরাস সংকটে রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীদের জন্য অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বপ্ন ফাউন্ডেশন।
দুপুরে কলেজ কম্পাউন্ডে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী ও স্বপ্ন ফাউন্ডেশনের সদস্যরা।ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, সেন্ট্রাল উইমেন্স কলেজে অধ্যয়নরত তুলনামূলক অসচ্ছল অর্ধশতাধিক শিক্ষার্থী পরিবারকে এই সাহায্য দেয়া হচ্ছে। ফাউন্ডেশনের নিজস্ব অর্থে ভবিষ্যতেও এই সাহায্য অব্যাহত থাকবে বলে জানান তিনি।