খাগড়াছড়িতে ৫০ বছর বয়সে আলিম পাস করলেন সাবেক ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
ছেলেমেয়ে ও নাতির সাথে ৫০ বছর বয়সে মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক সমমানের আলিম পাস করে তাক লাগিয়ে দিলেন খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এই সাফল্যে তার মতো এলাকাবাসীও খুশি।
১৯৭২ সালে খাগড়াছড়ির মাটিরাঙায় জন্মগ্রহণ করেন সিরাজুল ইসলাম। ১৯৮৭ সালে এসএসসি পাশ করেন তিনি। নানা কারণে আর এগুয়নি পড়ালেখা।তবে ইচ্ছে ছিল তার। অবশেষে জীবনের ৫০ বছর বয়সে খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে জিপিএ ২.১৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। শুধু তিনি নন, তার সাথে তার ছোট মেয়ে মাহমুদা সিরাজ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ ৪.১৭, ছেলে নেছারুদ্দীন চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসা থেকে জিপিএ চার এবং বড় মেয়ের ছেলে নাজমুল খাগড়াছড়ি সরকারি কলেজ হতে জিপিএ ৪.৬৭ পেয়ে তার সাথে পাশ করেছে। তাদের এই আনন্দে খুশি এলাকাবাসী।
দীর্ঘ সময় পরে এইচএসসিতে আলিম পাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই আনন্দ সীমাহীন, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।খুশি এলাকার জনপ্রতিনিধিরাও
পড়ালেখায় কোন বয়স নেই, অধ্যাবসায়ই সফলতার মানদন্ড এমনটিই বিশ্বাস-এলাকাবাসী।















