খাগড়াছড়িতে মাছ চাষ ও পোনা উৎপাদন পাহাড়ি নারীদের
- আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
মাছ চাষ ও পোনা উৎপাদনে সফলতার মুখ দেখেছে খাগড়াছড়ি’র পাহাড়ি নারীরাও। প্রথম দিকে সমালোচনা হলেও, এসবের তোয়াক্কা করেনি তারা।অদম্য চেষ্টা আর পরিশ্রমে হয়ে উঠেছেন সফল মৎস্যজীবী। শুধু চাষই নয়, জাল টেনে মাছ ধরা, বাজারে বিক্রিসহ সবই নিজেরাই করে নারী মৎসজীবীরা।
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ছায়া সুনিবিড় জামতলী গ্রাম। এই গ্রামের সাধারণ একটি পরিবারের বধূ রূপসা চাকমা। পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা করা হয়নি তার। তবে দুই সন্তানের জননী রূপসা চাকমা সবসময় চেয়েছেন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে কৃষক স্বামীর পাশে দাঁড়াতে। আর সেই চিন্তা থেকেই ২০১৬ সালে মাছ চাষের প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণ নেয়ার পর মাছ চাষের অনুপযোগী পুকুরটিকে সংস্কার করেন।
কেবল নিজে স্বাবলম্বী হয়েই থেমে থাকেননি এই নারী। এই গ্রামে আরও যাদের পরিত্যক্ত এবং মাছ চাষের উনুপযোগী পুকুর ছিলো এমন ২০ জন সদস্য নিয়ে গঠন করেন একটি সমবায় সমিতি। পোনা উৎপাদন ও মাছ চাষে বছরে এখন তাদের প্রত্যেকের আয় প্রায় ৫০ হাজার থেকে শুরু করে লাখ টাকার বেশী।
প্রথমদিকে নানান নেতিবাচক কথা শুনতে হয়েছে এইসব পাহাড়ি নারীদের।তবে অদম্য চেষ্টা আর শ্রমে তারা প্রমাণ করেছেন চাইলে নারীরাও পারেন সফল হতে।
গেলো বছর ১১ মেট্রিক টন মাছ এবং ৭শ’ কেজি মাছের পোনা উৎপাদন করেছে এই সমিতির সদস্যরা।