কয়লা ব্যবহার থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে ১৯০টি দেশ ও সংস্থা। যুক্তরাজ্য জানিয়েছে, বিশ্বের ধনী দেশগুলো কয়লার ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে।
পোল্যান্ড, ভিয়েতনাম এবং চিলির মতো বড় বড় কয়লা ব্যবহারকারী দেশ জীবাশ্ম জ্বালানি বন্ধে একমত হয়েছে। কপ টুয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনে এই প্রতিশ্রুতি এসেছে। তবে অস্ট্রেলিয়া, ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সবচেয়ে বড় কয়লা নির্ভরশীল দেশগুলো এই প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেনি। স্বাক্ষরকারী দেশগুলো নিজেদের দেশে এবং বিদেশে নতুন কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রে ২০৩০ এর মধ্যে ধাপে ধাপে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন থেকে বেরিয়ে আসবে। এদিকে, ২০৩০ সাল নাগাদ ৩০ শতাংশ মিথেন গ্যাস নির্গমন হ্রাসে একমত বিশ্বের ৮০ শতাংশেরও বেশি দেশ।