ক্ষমতা দীর্ঘায়িত করতে গুম-খুনের সংস্কৃতি চালু করেছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৭:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার দায় আওয়ামী লীগ সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা ভিন্নমতকে দমন করতে গুম, খুন ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের সংস্কৃতি চালু করেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে বুধবার রাজধানীর গুলশান কার্যালয়ে যৌথ সভা পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি।
এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন।
মার্কিন নিষেধাজ্ঞায় আগামী নির্বাচনে প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেন তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে বলে জানান মির্জা ফখরুল।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব।