ক্ষমতায় যেতে সরকার আইনের অপপ্রয়োগ করছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অসংখ্য আইন করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করেছে সরকার।
রাজধানীতে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচন ঘিরে বিভিন্ন কালাকানুনের ব্যবহার বাড়ছে। এর মধ্য দিয়ে বিরোধী মত দমনের চেষ্টা চলছে। আন্দোলনের মাধ্যমেই সরকারের অনিয়ম প্রতিহতের ঘোষণা দেন নেতারা।
রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি।
এতে অংশ নেন বিএনপিসহ সমমনা দলের নেতারা।শুরুতেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে দীর্ঘদিন গুম ও হয়রানির শিকার ব্যক্তিরা তুলে ধরেন তাদের অনুভূতি।
মানুষের মঙ্গলের জন্য নয়, নিজেদের টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের সব আইন বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতারা।
সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অতীতের মতো আবারও ক্ষমতায় যেতে সরকার আইনের অপপ্রয়োগ করছে। এই সরকারের কাছে দেশ ও জনগণ কেউই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।