ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব : ফখরুল
- আপডেট সময় : ০৮:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, দেশের মতো আন্তর্জাতিক মহলও এখন তা বিশ্বাস করে। তাই সব রাজনৈতিক দলের পরামর্শে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি করতে চায় বিএনপি। অন্যদিকে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণে মধ্য-স্বল্প আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভবিষ্যতে যেনতেনভাবে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না।
সট: রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি।
এদিকে, ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই সরকার একের পর এক রাজনৈতিক সংকট তৈরী করছে।
নিজের জন্য নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির আন্দোলন বলে জানান মির্জা ফখরুল।