ক্ষমতার মোহে ক্ষমতাসীনরা জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বং’স করে দিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতার মোহে ক্ষমতাসীনরা জনগণের আশা আকাঙ্খা ধ্বংস করে দিয়েছে, আজকে দেশে গণতন্ত্র নেই, এ দেশে ভোট হয় না। আজকে দেশে বৈষম্য আরো বেড়েছে।
সকালে ময়মনসিংহে জাতীয়তাবাদী শ্রমিকদলের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণের পটভূমি ও প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিম্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলার শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।