ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়কের ব্যবস্থা করেনি বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দেশকে আবারও অন্ধকার যুগে ফিরিয়ে নিতেই বিএনপি সরকারের উৎখাত চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতায় থাকতে সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন কেন আন্দোলন করছে। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই উল্লেখ করে দেশবাসীকে এদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে যোগ দেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সভাপতি ও সম্পাদকমন্ডলী এবং কার্যনির্বাহী সদস্যরা।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতি-লুটপাট-দুঃশাসনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সর্বনাশ ছাড়া দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি তারা।
তিনি বলেন, যারা জনগণের ভোটচুরি করে পদত্যাগ করে, কোন মুখে নির্বাচন নিয়ে কথা বলে তারা।
আওয়ামী লীগ সরকারের অপরাধের কথা জানতে চেয়ে বিএনপির এক দফা আন্দোলনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
মুখে বললেও বিএনপি দেশে গণতন্ত্র রাখবে না মন্তব্য করে, তারা দেশকে আবার ধ্বংসের দিকে ঠেলে দেবে বলে জানান শেখ হাসিনা।