ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
কোলকাতায় গিয়ে পূজার উদ্বোধনীতে যোগ দেয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে রেব।
তার বিরুদ্ধে সিলেট সদর উপজেলার টুকেরবাজার থানায় পুলিশের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হুমকির ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে গা ঢাকা দিয়েছিলো মহসিন। পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচনার মুখে পড়েন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনার জন্য ‘মহসিন তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাকিবকে হত্যার হুমকি দেয়া হয়। হুমকি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন সাকিব। সাবেক এই অধিনায়ক পূজা উদ্বোধনের বিষয়টি অস্বীকার করে বলেছেন, সচেতন মুসলমান হিসেবে তিনি এমন কাজ করতে পারেন না। তারপরও হয়তো ওখানে যাওয়াটা তার ঠিক হয়নি উল্লেখ করে সাকিব দু:খ প্রকাশ করেন। কেউ কষ্ট পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেও বলেন তিনি।