ক্রিকেটকে রাষ্ট্রীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫০০ বার পড়া হয়েছে
অনেকটা চমক দিয়েই ক্রিকেটকে–রাষ্ট্রীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া সরকার। ২০১২ সালে আইসিসির সদস্যপদ লাভ করলেও নিজ দেশেই ক্রিকেটের রাষ্ট্রীয় স্বীকৃত ছিলো না রাশিয়ায়।
অবশেষে অবকাঠামোগত সুবিধার দিকে এখন মনোযোগী ক্রিকেট রাশিয়া। গেলো বছর জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালের পরদিন আন্তর্জাতিক খবরে আসে রাশিয়ার ক্রিকেট। তবে, মিনি গলফকে রাষ্ট্রীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিলেও সে দফায় ক্রিকেটকে অনুমোদন দেয়নি রাশিয়া। পরিশেষে ক্রিকেট রাশিয়ার তৎপরতা ও বিভিন্ন মহলের চেষ্টায় দশ মাস পর সিদ্ধান্ত পরিবর্তন করলো পুতিন সরকার। এখন থেকে দেশটির ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় থেকে আর্থিক ও অবকাঠামোগত সুবিধা পাবে ক্রিকেট রাশিয়া। দিনটিকে রাশিয়ার ক্রিকেটের জন্য মাইলফলক হিসেবে দেখছেন বোর্ডের সভাপতি আশ্বোয়ানি চোপড়া।