ক্রমাগত দ্রবমূল্যের উর্ধগতির ফলে সরকার দেশের মানুষকে হুমকিতে ফেলছে : মাহমুদুর রহমান মান্না
- আপডেট সময় : ০৯:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
ক্রমাগত দ্রবমূল্যের উর্ধগতির ফলে সরকার দেশের মানুষকে হুমকিতে ফেলছে বলে অভিযোগ করেছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সরকার দেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশ এসব কথা বলেন তিনি।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকারকে আর স্বৈরাচারী কোন নির্বাচন করতে দেয়া হবে না। সরকারকে ক্ষমতাচূত করতে বিদেশী শক্তির প্রয়োজন নেই, জনগণই তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করবে। এসময় জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, শুধু ক্ষমতার পালাবদল হলে জনগণের কোনো কাজে লাগবে না। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের কাঠাগত পরিবর্তন দরকার। তা না হলে ক্ষমতার পালা বদলে সুফল আসবে না।