ক্যারিবিয় দ্বীপে আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা
- আপডেট সময় : ০৩:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি ম্যাচের আত্মবিশ্বাস উবে গেলো মূল ম্যাচে। ক্যারিবিয় দ্বীপে আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। তামিম-মুমিনুলদের আসা যাওয়ার মিছিলে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট বাংলাদেশ। সফরকারী ৬ ব্যাটার ফেরেন শূন্য রানে। সাকিবের ৫১ রানে কোন মতে এক’শ পার করে টাইগাররা। জবাবে ২ উইকেটে ৯৫ রানে প্রথম দিন পার করে ওয়েস্ট ইন্ডিজ। দিনে শেষে ৮ রানে পিছিয়ে ক্যারিবিয়রা।
উইকেটে ঘাস, অসমান গতি আর বাউন্স–সঙ্গে আর্দ্রতার উপস্থিতিতে নাকাল বাংলাদেশের ব্যাটাররা। এক সাকিব চেষ্টায় ছিলেন নিজের মতো করে যা পারেন নি অন্যরা। ৬ ব্যাটার আবারো ফিরেছেন শূন্য রানে। শেষ পর্যন্ত সাকিবের ৫১ রানেই কোন মতে এক’শ পার করে বাংলাদেশ। ক্যারিবীয় পেসারদের তোপে প্রথম ইনিংসে দুই সেশনও টিকেনি টাইগাররা।
ধ্বংসস্তুপের শুরুটা করেছিলেন টাইগারদের আতঙ্ক কেমার রোচ। মাহমুদুল হাসানের সংগ্রাম অব্যাহত এবার ভাগ্যটা আটকে গেছে গোল্ডেন ডাকে। পরের দুই ব্যাটার শান্ত-মুমিনুলও বন্দি শূন্য রানের চক্করে। সম্ভাবনার জানান দিয়ে তামিম ফিরেন ২৯ রানে।
ইনফর্ম লিটনও খেই হারান এদিন। যে পালে হাওয়া দিয়েছেন মুশফিক-রাব্বির কল্যাণে দলে সুযোগ পাওয়া সোহান, মেহেদি মিরাজ, মোস্তাফিজরা।
তবে, একজন সাকিব ছিলেন ব্যতিক্রম। চেষ্টার করেছেন নিজের মতো করে। যার অর্ধশতকে লজ্জা থেকে বাঁচে বাংলাদেশ।
জবাবে মোস্তাফিজ-ইবাদত দ্রুত দুই উইকেট তুলে নিলেও গলার কাটা হয়ে আছেন ক্রেই ব্রাথওয়েড, ৪২ রানে অপরাজিত থেকে। ১২ রানে সঙ্গী এনক্রুমা বোনার।
৮ রানে পিছিয়ে থেকে বড় লিডের পথে উইন্ডিজ তারপরও রঙ্গীন স্বপ্নে বিভোর অধিনায়ক সাকিব আল হাসান।
দ্বিতীয় দিন নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় টিম বাংলাদেশ।