ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
নাজমুল শান্ত’র সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিলো বাংলাদেশ। দিন শেষে ২ উইকেটে ৩০২ রান সংগ্রহ সফরকারীদের। ক্যারিয়ারের প্রথম শতকে শান্ত অপরাজিত ১২৬ রানে। সঙ্গে ৬৪ রানে অপরাজিত আছেন মমিনুল হক। ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন তামিম ইকবালও। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন ৯০ রানে। দুটি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো।
আবেগের বারাবারি নেই উৎসবের মাতামাতিও নয়। অথচ টেস্ট ক্যারিয়ের প্রথম সেঞ্চুরিতে ক্যান্ডি স্টেস্টের প্রথম দিনের নায়ক নাজমুল হোসেন শান্ত।
টেস্ট ক্রিকেটে শেষ কবে এমন দৃশ্য দেখেছে দেশের ক্রীড়া প্রেমীরা তা হয়তো মনে নেই অনেকের। তবে সে যাই হোক ক্যান্ডি টেস্টে শ্রীলংকার বিপক্ষে স্বপ্নের প্রথম দিন পার করলো বাংলাদেশ। ২ উইকেটে ৩০২ রান, রং ছড়ানোর দিনে শান্তকে সঙ্গ দিয়েছেন তামিম ইকবাল আর মমিনুল হক।
শেষটা যদি শান্ত’র হয় তাহলে শুরু’র গল্পটা তামিম ইকবালের। দলীয় ৮ রানের সাইফের উইকেটে হারানোর পর শান্তকে নিয়ে শুরুর চাপ সামলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। প্রথম সেশনের বাকী সময়টায় আর কোন বিপদ হতে দেয়ননি। ক্যারিয়ারের ২৯তম ফিফটি করে লাঞ্চ বিরতিতে যান দেশ সেরা ওপেনার।
ফিরেও লঙ্কা বোলারদের পরীক্ষা নিয়েছে তামিম-শান্ত জুটি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে উজ্জ্বল নাজমুল শান্ত। তবে, বিপরীতে সেঞ্চুরি যখন হাতছানি দিয়ে ডাকছে তখন নার্ভাস নাইনটির শিকার তামিম ইকবাল। ভাঙ্গে ১৪৪ রানের জুটি। ৯০ রানে তামিম যখন ফিরেছেন দলের স্কোর তখন ২ উইকেটে ১৫২।
তামিম পারেননি তবে, পেরেছেন নাজমুল শান্ত। দ্বিতীয় অর্ধশতককে শতকে রূপ দিয়ে। ২৩৫ বলে শতকের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন শান্ত। সঙ্গে ক্যারিয়ারের ১৪ ফিফটিতে যোগ্য সঙ্গ মমিনুলের হকের।
শ্রীলংকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমিনুল হক। তৃতীয় উইকেটে শান্ত’র সাথে অবিচ্ছিন্ন .১৫০ রানের জুটিতে সে স্বপ্ন সঙ্গী করেই দ্বিতীয় দিনের অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক।