কোরবানি ঈদের আগেই অস্থির রাজধানীর মসলার বাজার

- আপডেট সময় : ০২:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
নানা অজুহাতে কোরবানি ঈদের আগেই অস্থির হয়ে ওঠেছে রাজধানীর মসলার বাজার। দাম বাড়ছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা ও এলাচসহ সব মসলার। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে মাছের দাম। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে নাভিশ্বাস মধ্য ও নিম্ন আয়ের মানুষের।
আসন্ন ঈদু আজহা। এ সময় বাড়ে মসলার চাহিদা। এই সুযোগেই বাজারে বাড়ছে মসলার দাম। বাজারে দারুচিনি ৫০০ টাকা, জিরা ৮০০ থেকে ৮৫০ টাকা, এলাচ প্রকার ভেদে ৩২০০ থেকে ৩৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানির খবরে হঠাৎ বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম কমেছে। বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজিতে। স্থিতিশীল সবজির বাজার। বৃষ্টিপাত ও বন্যার অজুহাত দেখিয়ে আদা-রসুন-পেঁয়াজের দাম আরো বাড়িয়েছেন বিক্রেতারা। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
আগের মতই চড়া গরু-খাসির মাংস, কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। বেহাল অবস্থা মাছের বাজারেও। বাজেট সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয়ার দাবি সাধারণ ক্রেতাদের।