কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। ফাইনালে আতালান্টাকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জুভিরা। টুর্নামেন্টে রেকর্ড ২২ বার ফাইনালও খেলেছে তারা।
স্তাদিও অলিম্পিকোতে খেলার ৪ মিনিটেই ক্যাম্বিয়াসোর বাড়ানো বলে জুভেন্টাসকে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। ৭৪ মিনিটে কাউন্টার এটাক থেকে দ্বিতীয় গোল করেন ভ্লাহোভিচ। তবে অফসাইডে বাতিল হয় সেই গোল। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেস্টা চালায় আটালান্টা। ৮০ মিনিটে লুকম্যানের জোরালো শট ক্রসবারে লেগে ফিরলে আর ম্যাচে ফেরা হয়নি তাদের। বিপরীতে ৮৪ মিনিটে ফ্যাবিও মিরেত্তির শট ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় ওল্ড লেডিরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। এতে ২০২০-২১ মৌসুমের পর কোন ট্রফি জিতলো জুভরা।