কোন ষড়যন্ত্রই দেশের অগ্রগতি রুখতে পারবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
কোন ষড়যন্ত্রই দেশের অগ্রগতি রুখতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দূর্নীতি ও লুটপাট করে এখন বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে তারা। এইট পাস, মেট্রিক ফেল দিয়ে দেশ চললে উন্নয়ন হয় না।
খুন ও অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্তদের মুখে আওয়ামী লীগের সমালোচনা শোভা পায় না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা আর বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবলীগের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণরাই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
যুবকদের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের নানা উদ্যেগের কথাও জানান প্রধানমন্ত্রী।
দুর্নীতি ও মানিলন্ডারিং নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনাও করেন সরকার প্রধান।
করোনাকালীন যুবলীগের ভুয়সী প্রসংশা করে, বৈশ্বিক সংকট মোকাবিলায় তাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।