কোন পদ্ধতিতে নির্বাচন হবে বড় দুটি দল সেই ঐকমত্যে আসতে পারেনি : চুন্নু
- আপডেট সময় : ১০:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, গত ৩২ বছরে দেশে যে ক’টি জাতীয় নির্বাচন হয়েছে, তার একটি নির্বাচনও সুষ্ঠু হয়েছে, এমন দাবি আওয়ামী লীগ-বিএনপি কেউই করে না। কোন পদ্ধতিতে নির্বাচন হবে বড় দুটি দল এখন পর্যন্ত সেই ঐকমত্যে আসতে পারেনি।
বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এসময় চুন্নু আরো বলেন,তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না বলে দুই দলই মন্তব্য করেছে। তবে যে দল যখন ক্ষমতায় যায় তখন তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর হেরে গেলে বলে- নির্বাচন সুষ্ঠু হয়নি। উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পাবলিক হলরুমে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, নেত্রকোণা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলীসহ অন্যরা। সম্মেলনে নেত্রকোণা জাতীয় পার্টির বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।