কোনো দেশই নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোন দেশই নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতিতে কোন বাহিনী, দল কিংবা গোষ্ঠির কথা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপে নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। ঢাকার বাহিরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ভিসানীতি বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভিসা নীতিতে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন নয় বলে জানান তিনি।
আর টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে কৃষি মেলা উদ্বোধন করেন, কৃষিমন্ত্রী। বিএনপি ১৪ বছর ধরে আন্দোলন, হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছে বলে দাবি করে তিনি। কোন দেশই নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানান ড. আব্দুর রাজ্জাক।