কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের
- আপডেট সময় : ০২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের। এবার এইচএসসিতেই ঝরে গেছে প্রায় ২২ হাজার পরীক্ষার্থী। বিনামূল্যে বই ও উপবৃত্তিসহ নানা প্রণোদনা দিচ্ছে সরকার। বিশিষ্টজনরা বলছেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধে শিক্ষকরা তেমন উদ্যোগী না হওয়ায় সরকারের লক্ষ্য পূরণ হচ্ছে না।
আগামী ৬ নভেম্বর থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার এইএএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল এক লাখ ৫৫ হাজার ১৬৮ জন।
কিন্তু নানা কারণে ৩০ হাজার ২৫৯ জন পরীক্ষার দিতে ফরম পূরণ করে নি। ফলে এবার প্রায় ২০ শতাংশ শিক্ষার্থীই ঝরে পড়েছে। কিন্তু এই বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা থেকে ছিটকে পড়ার কারণ হিসেবে শিক্ষকদের উদাসীনতাকেও দায়ী করছেন শিক্ষাবিদরা।
তবে ঝরে পড়ার কারণ হিসেবে ঘুরেফিরে বাল্যবিবাহকেই সামনে আনছেন শিক্ষকরা।
আর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, করোনার প্রভাবে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারে নি। তাই এবার রেজিস্ট্রেশনও হয়েছিল কম।
গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে ঝরে পড়ার হার ছিল ১৬ দশমিক ০৬ শতাংশ।