কোটা সংস্কারের দাবিতে ছাত্রলীগের অন্তত ৫ নেতার পদত্যাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৮৪২ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের দাবিতে ছাত্রলীগের অন্তত ৫ নেতা পদত্যাগ করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নেয়া এই সিদ্ধান্তের কথা জানা যায় ঢাবি শাখা ছাত্রলীগের চার নেতা নিজ নিজ ফেসবুকে। রোববার রাতে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক রাতুল আহামেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম। কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন ও রাফিউল ইসলাম রাফি।
























