কোচ নুনো সান্তোকে বরখাস্ত করেছে টটেনহাম হটসপার। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
প্রিমিয়ার লিগ ও উয়েফার টুর্নামেন্টে ফর্মটা ভালো কাটছে না টটেনহামের। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে স্পার্সদের হারের পর চাকরি হারালেন এই পর্তুগিজ কোচ। ৪৭ বছর বয়সী এই কোচ গত জুনে দুই বছরের চুক্তিতে টটেনহামের দায়িত্ব নেন। তার হাত ধরে মৌসুমের শুরুটা বেশ ভালোই হয় ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ দলটির, প্রিমিয়ার লিগে জেতে টানা তিন ম্যাচ। এরপরই শুরু হয় ছন্দপতন, লিগে পরের সাত ম্যাচের পাঁচটিতে হেরে বসে দলটি। ১০ ম্যাচে ৫ হারে লিগের ৯ নম্বরে টটেনহাম। গুঞ্জন আছে ইতালিয়ান কোচ অ্যান্টনিয়ো কন্তের সাথে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে ইংল্যান্ডের ক্লাবটি।