কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউবে ‘এক মিনিট’
- আপডেট সময় : ০৫:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রোমান্টিক কমেডি গল্পে নাটক ‘এক মিনিট’। এই নাটকে অভিনয় করেছেন ফারিন খান, আবু হুরায়রা তানভীর, জুনায়েদ বোকদাদী ও সৈয়দ নাজমুস সাকিব। এছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বী।
সোহাইল রহমানের গল্পে এটি নির্মাণ করেছেন তিনি নিজেই। এটি তার নির্মিত প্রথম নাটক। তার সঙ্গে এখানে যৌথ নির্মাণে রয়েছেন আল হাদী। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ কামরুজ্জামান।
সুন্দরী তরুণী জুঁইকে ঘিরে পাগল চার তরুণ। তবে জুঁই এদের একজনকে ভালোবাসে। বাকি তিন তরুণের কেউ চায় জুঁইয়ের সঙ্গে প্রেম করতে কেউ চায় বিয়ে করতে। এমনই এক রোমান্টিক কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এক মিনিট’।
আবু হুরায়রা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা একটু অন্যরকম। একদম লাইট কমেডি জনরার। কাজটি করতে গিয়েও বেশ মজা পেয়েছি। রোমান্স, ফান, কমেডি সবকিছুর মিশ্রণ রয়েছে এতে। দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা সোহাইল রহমান বলেন, ‘আমি মূলত নাটক লিখি। এটা আমার নির্মিত প্রথম নাটক। সেই জায়গা থেকে চেষ্টা করেছি একটু ভিন্নরকম কিছু করার। গল্পটা রোমান্টিক কমেডি জনরা দিয়ে শুরু হয়ে শেষে একদম কমেডিতে চলে যায়। প্রতি মুহূর্তেই ফান রয়েছে। আশা করি সবার কাছে কাজটি ভালো লাগবে।’