কেরালার একটি চা বাগানে টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে

- আপডেট সময় : ০১:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণের রাজ্য কেরালার একটি চা বাগানে টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধসে চা শ্রমিকদের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। শনিবার মৃতের সংখ্যা ছিল ১৫ জন। স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। বিরুপ আবহাওয়ার কারণে বন্ধে রয়েছে উদ্ধার অভিযান।
এখনও প্রায় দুই ডজন মানুষ মাটি ও আবর্জনার নিচে চাপা পড়ে আছেন বলে শঙ্কা করছেন প্রাদেশিক সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। শুক্রবার ভোররাতে কেরালার ইদ্দুকি জেলায় যখন ভয়াবহ ওই ভূমিধসের ঘটনা ঘটে তখন শতাধিক শ্রমিক সেখানে ঘুমাচ্ছিলেন। ইদ্দুকির ডিস্ট্রিক্ট কালেক্টর এইচ দিনেশান বলেন ‘বিরুপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখলেও শেষ ব্যক্তিটির মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। ইদ্দুকি জেলায় রেড অ্যালার্ট ও কেরালার বেশ কিছু জেলায় ভূমিধস সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতর।