কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের জেরে এডিসি হারুন সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের জেরে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে এ নিয়ে প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে এডিসি হারুনের সর্বোচ্চ শাস্তির দাবী জানায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ডিএমপি কমিশনারের প্রতি এ দাবি জানালে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই নেয়া হবে চূড়ান্ত ব্যবস্থা। এদিকে, বিভাগীয় তদন্ত শুরু করেছে ডিএমপি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরিফ আহমেদ মুনিমকে মারধরের জেরে এডিসি হারুনের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সংগঠনের নেতারা। সকালে ৬ সদস্যের টিম ডিএমপি কার্যালয়ে যান।
ডিএমপি কমিশনারের সাথে দুই ঘন্টা বৈঠক শেষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান,আইনের মাধ্যমেই বিষয়টির সুরাহা চান তারা।
এ বিষয়ে ডিএমপি যুগ্ম কমিশনার জানান, কেউই আইনের উর্ধ্বে নয়, তদন্ত রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেয়া হবে।
সংগঠনের নেতারা দেখা করে ফিরে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় এডিসি হারুনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। শনিবার রাতে ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠে রমনা জোনের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।