কেনিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় মার্কিন সামরিক সদস্যসহ তিনজন নিহত
																
								
							
                                - আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
 - / ১৬৮৯ বার পড়া হয়েছে
 
কেনিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় মার্কিন সামরিক বাহিনীর এক সদস্যসহ তিনজন নিহত হয়েছে। অন্য দু’জন মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করা প্রাইভেট মিলিটারি কোম্পানির সদস্য।
এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড বলেছে,আহত আমেরিকানদের অবস্থা স্থিতিশীল এবং তাদের সরিয়ে নেয়া হয়েছে। সহকর্মীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের কমান্ডার জেনারেল স্টেফেন টাউনসেন্ড। হামলার জন্য দায়ী এবং মার্কিন স্বার্থের ক্ষতি করা আল শাবাবের নির্মূল করার অঙ্গীকার করেছেন তিনি। কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী বলেছে, মান্দার বিমান ঘাঁটির নিরাপত্তা লঙ্ঘনের একটি উদ্যোগ প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় চার জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। অপরদিকে সুরক্ষিত ক্যাম্প সিমবা ঘাঁটিতে ‘সফল’ হামলা চালানোর দাবি করেছে আল শাবাব। হামলা প্রতিরোধ করতে কেনিয়ার সামরিক বাহিনী যুদ্ধবিমান ব্যবহার করেছে বলেও জানিয়েছে তারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা হামলায় দুটি বিমান, দুটি মার্কিন হেলিকপ্টার ও বহু সামরিক-বেসামরিক যান ধ্বংস হওয়ার কথা জানিয়েছে।
																			
																		















