কেএনএফের তৎপরতা নিয়ে সরকার সতর্ক : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৭২৫ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের তৎপরতা নিয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে থাকতে দেয়া হচ্ছে না।
সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার-টিটিএলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেএনএফসহ কয়েকটি বাহিনী সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছে। কেএনএফের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।