কারও সঙ্গে যুদ্ধ নয়, শান্তি চাই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। তবে কেউ আক্রমণ করলে সমুচিত জবাব দেয়ার প্রস্তুতিও থাকতে হবে। ১৪ বছরে নৌ-বাহিনীতে অনেক আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামরিক শক্তিতে বাংলাদেশের নতুন মাইলফলক হলো সাবমেরিন ঘাঁটি।
দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। পেশাদার দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগের জন্য নৌ-সেনাদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমুদ্র সীমা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বিভিন্ন উদ্যোগ নেয়। কিন্তু ২০০১ পরবর্তী কোনো সরকারই সমুদ্রসীমার অধিকার বাস্তবায়নে আর কাজ করেনি।