কৃষি শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা
- আপডেট সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বাগেরহাট ও হবিগঞ্জে কৃষি শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। করোনার কারণে অঘোষিত লকডাউনে অন্য জেলা থেকে এবার শ্রমিক আসতে না পারায় সংকট তৈরি হয়েছে। তাই বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটতে যাচ্ছেন চাষীরা। কোথাও আবার স্বেচ্ছাশ্রমে ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন কৃষকদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন।
জমিতে লবন পানি আসতে শুরু করায় ও ধান কাটার শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে বাগেরহাটের কৃষকদের। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে দেওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তারা। ধান কাটতে আসা ছাত্রলীগের নেতারা জানান, সংসদ সদস্য শেখ তম্ময়ের নির্দেশনায় দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে চাষীদের ধানকাটা অব্যাহত থাকবে।
হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। এ বছর করোনা ভাইরাস আতঙ্ক ও শ্রমিক সংকটের মাঝেই ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন। জেলায় চলতি মৌসুমে ১ লক্ষ ২০ হাজার ৮শ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ভারি বর্ষণ ও আগাম বন্যার আশংকায় এরইমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ও জেলা প্রশাসক। হাওরের ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটিই প্রত্যাশা হাওরবাসীর।