কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে বিপাকে কৃষক
- আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
সার-ডিজেল বিদ্যুৎসহ সব রকম কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে এমনিতেই বিপাকে কৃষক। তার উপর শেষ সমায়ে এসে ধান কাটা শ্রমিকের মজুরীও গুণতে হচ্ছে অতিরিক্ত। গাইবান্ধার কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামে ধানের উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে যাবে।
পরিবার নিয়ে ধান কাটছে মালেকা বেগম, শ্রমিকের মজুরি দিগুণ। বাড়তি খরচ হয়েছে সার ও ডিজেলে, তাই উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দু:শ্চিন্তায় চাষিরা।
মালেকা বেগমের মতই দু:শ্চিন্তায় জেলার হাজারো কৃষক।ধার-দেনা করে চাষবাদের পর ধানে ব্লাষ্ট পোকার আক্রমণ তাদের আরও বিপাকে ফেলেছে।তবে প্রান্তিক পর্যায়ে সরকার সরাসরি কৃষককের কাছ থেকে ধান কিনলে কিছুটা উপকৃত হবেন বলে জানান কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রনদণাসহ সব সহযোগিতার আশ্বাস দিলেন জেলার কৃষি কর্মকর্তা।
এ বছর জেলার ৭ উপজেলায় ১ লাখ ২৮ হাজার ২০৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৮ লাখ ৮০ হাজার মেট্রিকটন।