কৃষক বদিউর রহমান হত্যা মামলার পলাতক আসামী সাত্তারকে ফাঁসির আদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কৃষক বদিউর রহমান হত্যা মামলায় পলাতক আসামী সাত্তারকে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম সকালে এ রায় দেন।
মামলায় অপর ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ১০ আসামিকে অভিযোগ থেকে খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেককেই এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছ। ২০১৩ সালের ২৪ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ ধীতপুর গ্রামের কৃষক বদিউর রহমানকে হত্যা করে আসামীরা।