কৃষকের ভাগ্যোন্নয়নে নির্মিত চট্টগ্রামের রাবার ড্যাম এখন গলার কাঁটা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কৃষকের ভাগ্যোন্নয়নে নির্মিত চট্টগ্রামের লোহাগাড়ার হাঙ্গর খালের রাবার ড্যাম এখন গলার কাঁটা। সম্প্রতি পানি বাড়ায় কৈয়মারা খালের বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে শত শত কৃষকের ফসল। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে প্রান্তিক কৃষক।
শীত মৌসুমে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় হাঙ্গর খালের পাশের হাজার হাজার হেক্টর জমি পানির অভাবে পতিত পড়ে থাকতো। ২০১৭ সালে ফরিয়াদিকুল এলাকায় হাঙ্গর খালের উপর একটি রাবার ড্যাম নির্মাণ করে এলজিইডি।
রাবার ড্যামটি এখন স্থানীয় কৃষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
সম্প্রতি ফরিয়াদিকুল এলাকায় মানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে কৃষক। ড্যামের পানি না কমালে কৈয়মারা খালে স্লুইচগেট নির্মাণের দাবি জানিয়েছে স্হানীয় কৃষক।