কৃষকরা যেন হয়রানীর শিকার না হয়: খাদ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
কোনোক্রমেই কৃষকরা যেন হয়রানীর শিকার না হয়, সেদিকে খেয়াল রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে পটুয়াখালীর দুমকি উপজেলায় ১ হাজার টন ধারণ ক্ষমতা বিশিষ্ট নব-নির্মিত খাদ্য গুদাম উদ্বোধন শেষে দুমকী উপজেলা পরিষদের নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী আরো বলেন, অতিরিক্ত লাভের আশায় খাদ্যে ভেজাল দেয়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস তৈরি হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি উপজেলায় স্যানিটারী ইন্সপেক্টরদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারদেরকে কমিটি গঠনেরও আহ্বান জানান খাদ্যমন্ত্রী।