কুড়িল বিশ্বরোড ও কুর্মিটোলা এলাকায় রেল লাইনের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কুড়িল বিশ্বরোড ও কুর্মিটোলা এলাকায় রেল লাইনের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেবের ভ্রাম্যমান আদালত।
বিকেলে রেবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে কুর্মিটোলা এলাকায় প্রায় ৭৬টি ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়। রেব জানায়, এ ঘরগুলোকে কেন্দ্র করে এই এলাকায় মাদক, ছিনতাই এবং ধর্ষণের ঘটনা ঘটতো। এ সবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মনে করেন রেব। রেবের নির্বাহী ম্যাজিস্টেট সারওয়ার আলম জানান, রেল লাইনের ওপর পড়ে থাকা পুরোনো বগিতে মাদকের কেনা-বেচা এবং চোর, ছিনতাইকারীর আখড়ায় পরিণত হয়েছে। তাই রেল কর্তৃপক্ষকে এগুলো সরিয়ে নেয়ার কথা জানানো হবে। এ এলাকায় ধর্ষণের মতো ঘটনা যেন না ঘটে, সে জন্য এখন থেকে রেবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।