কুড়িগ্রামে মৃত নারীকে জীবিত দেখিয়ে অন্যের নামে জমি দলিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজীবপুরে প্রায় ৩৫ বছর আগে মারা যাওয়া নারীকে জীবিত দেখিয়ে অন্যের নামে জমি দলিল করে দিয়েছেন উপজেলা সাব-রেজিস্ট্রার নজরুল ইসলাম। এমন অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ দু’জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
দুপুরে মামলার চার্জশিট গ্রহণ করে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এ আদেশ দেন। এর আগে আদালতে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৫ মার্চ রাজীবপুর থানায় আব্দুল করিম নামে ভুক্তভোগী এ মামলা দায়ের করেন। মামলাটি সিআইডি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আসামীরা এতদিন অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। রবিবার তারা আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করে। আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।