কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে মালটা চাষ
- আপডেট সময় : ০৫:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
অন্যান্য ফলের পাশাপাশি কুড়িগ্রাম জনপ্রিয় হয়ে উঠেছে মালটা চাষ। এ জেলার মাটি ও আবহাওয়া মালটা চাষের উপযোগী হওয়ায় বেশি লাভের আশায় কৃষকরাও ঝুঁকে পড়ছেন এ ফল চাষে। এদিকে, আমদানী নির্ভর মালটার চাহিদা মেটাতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।
৩ বছর আগে পরীক্ষামূলকভাবে নিজ বাড়িতে মালটার চাষ শুরু করেন কুড়িগ্রাম সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম। দেড় বছরের মাথায় তার লাগানো গাছ থেকে ফল আসতে শুরু করে। জেলায় ৩ শতাধিক বতসবাড়ীসহ বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে প্রায় ৪০টির বেশি মালটার বাগান।
অন্য ফসলের তুলনায় অল্প জমিতে বাগান করে বেশি লাভবান হবেন বলে আশা করছেন এখানকার মালটা চাষিরা।
আবার অনেকেই বিভিন্ন মাল্টা বাগান ঘুরে অভিজ্ঞতা নিচ্ছেন এবং নতুন বাগান গড়তে আগ্রহী হয়ে উঠছেন।
কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘বারি-১’ জাতের সবুজ মালটা পরীক্ষামুলক চাষে সাফল্য আসার পরে তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।
বাণিজ্যিক ভাবে মালটা চাষ অর্থনৈতিকভাবে লাভবান করবে এখানকার কৃষকদের। এমন প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের।