কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্যানচালকের বাড়ী থেকে সরকারি ত্রাণের চাল উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভ্যানচালকের বাড়ী থেকে সরকারি ত্রাণের ৩১ বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে সরকারি চাল সন্দেহে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ কেজি ওজনের ৩১ বস্তা চাল নাগেশ্বরী থানায় রাখা হয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়েছে। তাকে পাওয়া গেলেই এই চালের রহস্য উদ্ধার হবে।