কুষ্টিয়া ও কিশোরগঞ্জের চারজনের যাবজ্জীবন কারাদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় কুষ্টিয়া ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যলয় থানার একটি হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দুই আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। ২০১৫ সালের ১৫ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
……
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামী ছমিরউদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে, কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন।