কুষ্টিয়ার খোকসায় সাপে কেটে মারা গেছেন জয়নব বেগম ও কামরুন্নাহার নামে দুই নারী। তারা সম্পর্কে বউ-শ্বাশুড়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় ওই এলাকার হাবিবুল বাশারের স্ত্রী কামরুন্নাহারকে সাপে কামড় দেয়। তার চিৎকারে
শ্বাশুড়ী জয়নব বেগম ছুটে আসলে তাকেও কামড়ে দেয় সাপ। পরে আক্রান্ত দু’জনকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে তারা হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। ভোরে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যান কামরুন্নাহার। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্বাশুড়ী জয়নাব বেগম।