কুষ্টিয়ায় মুকুল হত্যা মামলায় ৩ জনকে আমৃত্যু ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
 - / ১৬৩৪ বার পড়া হয়েছে
 
কুষ্টিয়ার দৌলতপুরে মুকুল হত্যা মামলায় ৩ জনকে আমৃত্যু ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় দেয়।
এছাড়া ২ দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। মামলার ৫ আসামী এখনো পলাতক। রায় প্রদান শেষে পুলিশের কঠোর পাহারায় আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ মার্চে তদন্তকারী কর্মকর্তা দন্ডবিধির ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। বাকি দুই আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। আসামীদের বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা আছে বলে আদালত জানায়।
																			
																		















