কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় ধর্ষক আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মামলায় চার্জ গঠনের তিন দিনেই মধ্যেই ধর্ষক আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার করেছে আদালত।
দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামীর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসের ৪ তারিখ রাতে অভিযুক্ত আব্দুল কাদের মাদ্রাসায় তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় ধর্ষনের ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেয়া হয়। পরদিন ভোরবেলা আবারও ঐ ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত। ঐ ছাত্রী কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে এসে তার মায়ের কাছে জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে মিরপুর থানায় মামলা মামলা করলে ঐদিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।