কুষ্টিয়ায় মাটি চাপা পড়ে এক নারীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় মাটি চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
সকালে শহরের চর মিলপাড়া শ্বশানঘাট এলাকায় মাটি সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম আরজিনা খাতুন। স্থানীয়রা জানায়, চর মিলপাড়া এলাকায় রেলওয়ের জায়গা থেকে মাটি কেটে পার্কের কাজে ব্যবহার করে কুষ্টিয়া জেলা পরিষদ। এর ফলে সেখানে একটি বড় ডোবার সৃষ্টি হয়। সকালে ঘরের প্রয়োজনে ওই ডোবা থেকে মাটি সংগ্রহে যান আরজিনা খাতুন। এসময় ডোবার পাড় ভেঙে তার শরীরের ওপর পড়ে। এলাকবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিযে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।