কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় অভিযুক্ত দুইজনের মৃত্যুদণ্ডাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় অভিযুক্ত দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেজমত মন্ডলের ছেলে মোঃ রুবেল এবং একই গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে ভাংগন মন্ডল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়। ২০১৭ সালের ১৯ অক্টোবর দৌলতপুরে অভিযান চালিয়ে দুজনের দেহ তল্লাশি করে ৮০০ গ্রাম হেরোইন পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।